ফিলিস্তিনিদের কঠোর হাতে দমনের নির্দেশ নেতানিয়াহুর
গাজায় ইসরাইলের ভয়াবহ সামরিক অভিযানের সবমিলিয়ে ১৩ জন নিহত হয়েছে। এর পর থেকেই গাজা থেকে ইসরাইলে পাল্টা হামলার আশঙ্কা করছে ইসরাইলি কর্তৃপক্ষ। এ অবস্থায় ফিলিস্তিনিদের যেকোনো পদক্ষেপ কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আল জাজিরা, মিডলইস্ট মনিটরসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (৯ মে) অবরুদ্ধ গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ইসলামিক জিহাদ আন্দোলনের শীর্ষ নেতা জিহাদ আনাম ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা।
ভয়াবহ ওই হামলার পর ইসরাইলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নৃশংস ঐ হামলার পরও হুংকার ছাড়েন ফিলিস্তিনিদের বিরুদ্ধে। এ সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যে কোন পদক্ষেপ কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। মূলত গাজায় ভয়াবহ সামরিক অভিযানের পর নতুন করে পাল্টা হামলার আশঙ্কায় এমন হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০
নেতানিয়াহু বলেন, ‘দিন শেষে আমাদের সবাইকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে। এক সপ্তাহ আগে যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অপারেশন শুরুর সিদ্ধান্ত নিয়েছিলাম তখন সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে যে কোন পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেয়া হয়েছিলো। যাতে তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। শত্রুদের যে কোন পদক্ষেপ আমরা শক্ত হাতে দমন করব।’
এদিকে গাজায় ইসরাইলি বিমান হামলায় নিরপরাধ মানুষ মরলেও নিশ্চুপ গোটা বিশ্ব। ভয়াবহ এ হামলার পর ক্ষোভে ফুঁসছেন ফিলিস্তিনিরা। ইসলামিক জিহাদ আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি নিরীহ বাসিন্দাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তারা। পাশাপাশি ইসরাইলি বাহিনীর এ কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি দখলদারদের হাতে শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Tag: English News lid news others world
No comments: