লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন গৃহহীন নারী
ছয় বছর আগেও তিনি ছিলেন গৃহহীন। লটারির টিকিট কিনে তিনি পেয়ে গেলেন ৫০ লাখ মার্কিন ডলার। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। খবর এনডিটিভির।
গত বুধবার (৩ মে) ‘ক্যালিফোর্নিয়া লটারি’ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুসিয়া ফরসেথের ৫০ লাখ ডলার জেতার ঘোষণা দেয়।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লুসিয়া ফরসেথ নামের এক নারী পিটসবার্গে ওয়ালমার্ট সুপারসেন্টার থেকে একটি টিকিট কেনেন। তিনি ওই সুপারসেন্টারের বাইরে টিকিট স্ক্র্যাচ (ঘষে তোলা) করেন। লুসিয়া ফরসেথ বলেন, তিনি চোখ বন্ধ করে লটারির একটি মাত্র টিকিট তুলেছিলেন। সেটাতেই ৫০ লাখ ডলার জিতে বিস্মিত হয়েছেন।
তিনি আরও বলেন, ছয় বছর আগে আমি ঘরহীন ছিলাম। চলতি বছরে বিয়ে করলাম, একটি বাড়তি ডিগ্রি লাভ করলাম এবং ৫০ লাখ মার্কিন ডলার জয়ী হলাম! ছয় বছর আগে গৃহহীন থাকা অবস্থায় আমি কখনোই ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটতে পারে।
আরও পড়ুন: আমিরাতে ৫৭ কোটি টাকার লটারি জিতলেন নেপাল প্রবাসী
‘ক্যালিফোর্নিয়া লটারি’র অর্থ দিয়ে গণশিক্ষার জন্য তহবিল বৃদ্ধি করা হয়। ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ এক বিবৃতিতে লুসিয়া ফরসেথকে ক্যালিফোর্নিয়ার নতুন বহু লাখপতি হিসেবে অভিনন্দন জানায়।
এতে বলা হয়, লুসিয়া ফরসেথের এ জয়ে তাদের এই লটারি কার্যক্রমে ইতিবাচক সাড়া পড়বে। কারণ, যে বিদ্যালয়গুলোর জন্য তাদের অর্থ জোগাড় করা হয় আর এবার যিনি লটারি জয়ী হলেন-উভয়ই একই মানদণ্ডে সুবিধা পাওয়ার অধিকারী।
Tag: English News lid news others world
No comments: