Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » সাড়ে চার হাজার বছর আগের পিরামিড খুলে দিল মিসর




সাড়ে ৪ হাজার বছরের পুরানো দুটি পিরামিডের দরজা খুলে দিলো মিশর। কায়রোর উপকণ্ঠে অবস্থিত সাক্কারার এই দুটি পিরামিডে প্রত্নতাত্ত্বিকরা মমি তৈরির কারখানার সন্ধান পেয়েছেন। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মমির জন্য বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণের জন্য নির্ধারিত ক্যানোপিক জার। ছবি: এপি শনিবার (২৭ মে) পিরামিড দুটিতে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেয়ার পরপরই সেখানে ভিড় করেন বিপুল সংখ্যক পর্যটক। প্রদর্শিত হয় মানুষ ও প্রাণীদের মমি। গত বছর শুরু হওয়া খননকাজ শেষ হয় চলতি মাসেই। মেলে দুইটি প্রাচীন পিরামিডের সন্ধান। যেগুলো আজ থেকে ২ হাজার ৪০০ বছর আগের কোনো এক সময়ে নির্মিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পিরামিডগুলোর ভেতর থেকে উদ্ধার হয় পাথরের বিছানা, মাটির তৈজসপত্র, ধর্মীয় কাজে ব্যবহৃত নৌকা এবং ন্যাট্রন সল্ট। বিশেষ এই লবণ মমি করার কাজে ব্যবহৃত হয়। আরও পড়ুন: গিজা পিরামিডের অমীমাংসিত রহস্য এই পিরামিডর দরজা খোলার মধ্যদিয়ে দেশের পর্যটন শিল্পের জন্য নতুন দরজা খুলবে বলে মনে করছেন মিশরের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক মোস্তফা ওয়াজিরি। তিনি বলেন, ‘আজ থেকে ২ হাজার ৪০০ বছর আগের কোনো এক সময়ে পিরামিড দুটি নির্মিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ শনিবার এক সংবাদ সম্মেলনে মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় নতুন আবিষ্কারগুলোর বিষয়ে অবহিত করে। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারকে বেশ প্রাধান্য দিচ্ছে মিসর সরকার। বিশেষ করে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে পর্যটন খাতকে আকর্ষণীয় করার জন্য মিসর সরকার ব্যাপকভাবে এসব প্রত্নতাত্ত্বিক সাইটের প্রচার করছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply