Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » দেউলিয়া হয়ে গেল ভারতীয় এয়ারলাইন্স গো ফার্স্ট




দেউলিয়া হয়ে গেছে ভারতীয় এয়ারলাইন্স গো ফার্স্ট। ভারতের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছে দেউলিয়া ঘোষিত হওয়ার আবেদন করেছে এয়ারলাইন্সটি। এরই মধ্যে বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে দিবেন বলে জানিয়েছেন গো ফার্স্ট কর্তৃপক্ষ। ভারতীয় এয়ারলায়েন্স গো ফার্স্ট। ছবি: সংগৃহীত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে গো ফার্স্টের অর্ধেক বিমান বসিয়ে রাখা হয়েছে। নিজেদের এই দুর্গতির জন্য বিমানের ইঞ্জিন নির্মাণকারী কোম্পানি প্র্যাট অ্যান্ড হুইটনিকে দোষারোপ করেছে গো ফার্স্ট। এক বিবৃতিতে গো ফার্স্ট বলেছে, প্র্যাট অ্যান্ড হুইটনির সরবরাহ করা অক্ষম ইঞ্জিনের কারণেই কোম্পানি কোম্পানিটিকে এই পদক্ষেপ নিতে হয়েছে। এই সমস্যার কারণে কোম্পানিটি মোট ২৫টি এয়ারবাস এ৩২০নিও বিমান বাতিল করতে বাধ্য হতে হয়েছে। এর ফলে ক্ষতি হয়েছে প্রায় ১০৮ কোটি ডলার। আরও পড়ুন: মুকেশ আম্বানি কী খান, তার শেফদের বেতন কত? স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই ভারতের বিমানবন্দরগুলোর ভাড়া দিতে পারছিল না গো ফার্স্ট। এদিকে গো ফার্স্টকে বাকিতেও সেবা দিতে অস্বীকৃতি জানায় বিমানবন্দগুলো। গো ফার্স্ট বলেছে, অর্ধেক বিমান মাটিতে নামিয়ে রাখার কারণে তাদের ক্ষতি হয়েছে ১০ হাজার ৮০০ কোটি রুপি। সে কারণে প্র্যাট অ্যান্ড হুইটনির কাছে তারা ৮ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে। এই অর্থ পেলে ঋণদাতাদের দায় পরিশোধ শুরু করতে পারবে তারা। আরও পড়ুন: লোকসভা সদস্যপদ আপাতত ফেরত পাচ্ছেন না রাহুল এর আগে ২০১৯ সালে ১০০ কোটি ডলার ঋণের জালে জড়িয়েছিল আরেক ভারতীয় এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ। একইভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করে কোম্পানিটি। এখন পর্যন্ত কার্যক্রম পুনরায় চালু করতে পারেনি তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply