Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » টানা তৃতীয়দিনের মতো কিয়েভে ভয়াবহ হামলা চালাল মস্কো




আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মে) সকালের রুশ বাহিনী এ হামলা চালায়। এ নিয়ে টানা তৃতীয়দিন কিয়েভে হামলা চালালো মস্কো। বার্তা সংস্থা রয়টার্স কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার আসন্ন হামলার আগেই শহরজুড়ে সাইরেন বাজানো হয়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার বিষয়টি জানিয়ে কিয়েভের অধিবাসীদের সতর্ক করে মেয়র ভিতালি ক্লিৎসকো তার টেলিগ্রাম চ্যানেলে একটি সতর্কবার্তা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘একটি বড় ধরনের হামলা। আপনারা কেউ আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হবেন না।’ আরও পড়ুন: ইউক্রেনে ফের রাতভর রাশিয়ার হামলা কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো কিয়েভের বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে। বিশেষ করে রাজধানীর ঐতিহাসিক এলাকা পোদিল এবং পেচেরিস্কি এলাকায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া এ হামলায় ২৭ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। মে মাসজুড়েই মস্কো কিয়েভে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। এসব হামলার অধিকাংশই চালানো হয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। মঙ্গলবার টানা তৃতীয়বারের এ হামলা মে মাসের ১৭তম হামলা। রুশ বাহিনী সাধারণত কিয়েভে রাতের বেলায় হামলা চালিয়ে থাকে। তবে সোমবার (২৯ মে) রুশ সেনারা কিয়েভে দিনের বেলায়ই হামলা চালিয়েছে। সোমবারের রুশ হামলায় ইউক্রেনের সামরিক স্থাপনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে স্বীকার করে দেশটির সশস্ত্রবাহিনী বলেছে, ইখ্‌মেলনিতস্কি এলাকায় রাশিয়ার হামলায় এটি সেনাঘাঁটির রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাঁচটি যুদ্ধবিমান ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply