বাণিজ্যমন্ত্রীর হুমকিতে দাম কমছে পেঁয়াজের
দাম না কমালে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে বাণিজ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারীতে হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
একদিনের ব্যবধানে কেজিতে ১২ থেকে ১৪ টাকা দাম কমেছে। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬৬ থেকে ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, অনুমতি না থাকায় দুমাসের বেশি সময় ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। একইসঙ্গে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে আসায় দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা।
এ অবস্থায় ভারত থেকে আমদানির খবরে বিভিন্ন মোকামে মজুদ রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছে ব্যবসায়ীরা। এতে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম।
Tag: English News lid news national
No comments: