কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণের কাতারে আসতে চান রাহুল
কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণ পাসপোর্ট নেয়ার জন্য আবেদন করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার (২৩ মে) ভারতের একটি আদালতে এ বিষয়ে অনাপত্তি চেয়ে আবেদনও করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাহুল গান্ধী। ছবি: এপি
সম্প্রতি লোকসভার সদস্যপদ হারিয়েছেন কংগ্রেসেরে সাবেক সভাপতি রাহুল গান্ধী। মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে এমপি পদ হারানোর পর দিল্লিতে সরকারি বাংলোও ছেড়েছেন রাহুল গান্ধী। অভিযুক্ত হয়েছেন কংগ্রেসের মুখপাত্র বলে পরিচিত ন্যাশনাল হেরাল্ড মামলায়ও।
এমপি হিসেবে পাওয়া কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে নিয়ম অনুযায়ী ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ বা অনাপত্তি পত্র দরকার রাহুলের। এজন্য অনাপত্তি পত্র চেয়ে দিল্লির আদালতে আবেদন জানিয়েছেন কংগ্রেসের এই নেতা।
আরও পড়ুন: সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী
তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি আদালত। আজ বুধবার (২৪ মে) এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি শেষেই আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আবেদনকারী বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামীর কাছ থেকে জবাব চেয়েছে আদালত। এর আগে, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর এই মামলায় আদালত রাহুলের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, আগামী জুনে ১০ দিনের সফরে আমেরিকা যেতে পারেন রাহুল। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তার প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেই সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।
Tag: English News others world
No comments: