সুদান সংঘাতে ১০ লক্ষাধিক পোলিও টিকা ধ্বংস : ইউনিসেফ
সুদানের চলমান সংঘাতে ১০ লাখেরও বেশি পোলিও টিকা ধ্বংস হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার ( ৫ মে ) রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সংগৃহীত ছবি।
ইউনিসেফের জরুরি কর্মসূচির উপপরিচালক হ্যাজেল ডি ওয়েট রয়টার্সকে ই-মেইলে বলেছেন, ‘দক্ষিণ দারফুরে ১০ লাখের বেশি পোলিও টিকাসহ বেশ কয়েকটি হিমাগার লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে।’
পোলিও রোগে সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হয়ে থাকে। এর ফলে পক্ষাঘাত এবং মৃত্যু হতে পারে। ২০২০ সালে ওয়াইল্ড পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে গত বছর থেকে মালাউই, মোজাম্বিক ও সুদানে ওয়াইল্ড পোলিও আক্রন্তের বেশ কিছু খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:সুদান ছেড়ে পালাতে পারে ৮ লাখ মানুষ: জাতিসংঘ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে,গত এপ্রিলে সংঘাত শুরুর পর থেকে সুদানের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে।
সুদানের এই সংকটের সময় বিশ্ব খাদ্য কর্মসূচিসহ অসংখ্য মানবিক সংস্থা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এ সময়ে ১৩-১৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সরবরাহ হারিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
Tag: English News others world
No comments: