ভিনিসিয়াস ও ডি ব্রুইনের গোলে রিয়াল-ম্যানসিটি দ্বৈরথ ড্র
সদ্যই ‘কোপা ডেল রে’ শিরোপা জিতে এসেছে রিয়াল মাদ্রিদ। আর ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে অবস্থান ম্যানচেস্টার সিটির। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল এই দুই ইউরোপিয়ান জায়ান্ট৷ তবে এই দ্বৈরথ ১-১ সমতায় ড্র হয়েছে।
মঙ্গলবার (৯ মে) রাতে ঘরের মাঠে ফেভারিট ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ৩৬তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়েও গিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে আশা বাঁচিয়ে রাখে সিটিজেনরা।
হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ম্যানসিটি। যদিও প্রথম গোলটি পেয়েছিল স্বাগতিকরাই। বিরতির ৯ মিনিট আগে কামাভিঙ্গার পাস থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিও ছেড়ে কথা বলেনি। আর্লিং হলান্ড-কেভিন ডু ব্রুইনারা একের পর এক আক্রমণ করেন। তবে রিয়াল রক্ষণে বারবার পরাস্ত হয় সেই সব আক্রমণ। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে দু-দলই সমানে-সমান লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। আক্রমণ-প্রতি আক্রমণে উভয় দলকেই ব্যতিব্যস্ত রাখে দুই দলের খেলোয়াড়রা। সিটি সমতায় ফেরার কয়েকবার সুযোগ পেলেও রিয়ালের গোলবারে দেয়াল হয়ে ছিলেন থিবো কোর্তোয়া। দুর্দান্ত সব সেভ দিয়ে রক্ষা করেন রিয়াল মাদ্রিদকে।
তবে ৬৭ মিনিটে আর সিটিকে হতাশ করেননি ডি ব্রুইনা। স্বদেশি বেলজিয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডি বক্সের বাইরে থেকে শট নেন তিনি। তার জোরালো শট রুখতে পারেননি কোর্তোয়া। তার নাগালের বাইরে দিয়ে চলে গিয়ে বল স্পর্শ করে জালে। এতে বার্নাব্যুতে উল্লাসে মাতে সিটির ফুটবলাররা৷
এরপর দুই দলই লিড নেয়ার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে অবশ্য সুযোগ বেশি পেয়েছিল রিয়াল। ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে টনি ক্রুসের বাড়ানো বল হেডে জালে পাঠানোর চেষ্টা করেন বেনজেমা। তবে সিটি গোলরক্ষক এদারসন তা দুর্দান্ত সেভ দিয়ে দলকে রক্ষা করেন। শেষ মুহূর্তে শুয়ামেনির জোরালো শটও ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।
শেষ অবধি দুই জায়ান্ট দলের লড়াইয়ের ফলাফল ১-১ সমতার ড্র হওয়াতে ফাইনাল নিশ্চিতে চোখ এখন ম্যানচেস্টার মহারণে। আগামী ১৭ মে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় লেগের লড়াইয়ে জয়ী দল চলে যাবে ফাইনালে।
No comments: