বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে সীমিত পরিসরে
ঈদে দীর্ঘ ছুটির পর খুলতে শুরু করেছে শিল্প-কারখানা। অন্যদিকে হজ ব্যবস্থাপনার কাজ এগিয়ে চলছে। এসব দিক বিবেচনায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৪ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির দিনও ব্যাংক খোলা রাখা হবে।
বুধবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন খোলা রাখা সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে ৪ মে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন নির্ধারিত ব্যাংক খোলা রাখা হবে। সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব শাখা খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
আগামী ২১ মে বাংলাদেশ থেকে সৌদিগামী হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
Tag: English News lid news national
No comments: