কসোভোয় সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ ন্যাটো সেনা আহত
কসোভোয় সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। খবর আল জাজিরার।
কসোভোর লিপোসাভিক শহরে ন্যাটো সেনা। ছবি: আল জাজিরা
কসোভোয় চলতি সপ্তাহে সার্ব ও ও আলবেনীয় জনগোষ্ঠীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে সীমান্তে সেনা মোতায়েন করে সার্বিয়া। আর কসোভোয় ন্যাটোর শান্তিরক্ষী মোতায়েন করা হয়। সোমবার (২৯ মে) দেশটির উত্তরাঞ্চলের লিপোসাভিক শহরে সার্ব বিক্ষোভকারী ও ন্যাটো সেনাদের মধ্যে সংঘর্ষ হয়।
ইউরোপের ক্ষুদ্র মুসলিম দেশ কসোভোর মোট জনসংখ্যার ৯০ শতাংশের বেশি আলবেনীয় জাতিগোষ্ঠীর। জনসংখ্যার পাঁচ শতাংশ সার্ব গোষ্ঠীর অধিকাংশেরই বাস সার্বিয়া সীমান্তবর্তী অঞ্চলে।
আরও পড়ুন: ইউরোপীয় অস্ত্র চুক্তি থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়াল রাশিয়া
শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নসহ সবক্ষেত্রে আলবেনীয়রা বেশি সুবিধা ভোগ করছে অভিযোগে এপ্রিলের স্থানীয় নির্বাচন বর্জন করে অধিকাংশ সার্ব। আলবেনীয়দের অভিযোগ, নির্বাচনে জিতে সীমান্তবর্তী অঞ্চলটিকে সার্বিয়ার স্যাটেলাইট স্টেটে পরিণত করতে পারে সার্বরা।
অঞ্চলটিতে সম্প্রতি চারজন আলবেনীয় মেয়র দায়িত্ব নেয়ার পর সংঘাতের সূত্রপাত। গত শুক্রবার (২৬ মে) তা চরম আকার ধারণ করে। সার্ব অধ্যুষিত ভেকান শহরে সরকারি ভবনের বাইরে সংঘর্ষে আহত হয় ডজনখানেক মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও বন্দুক ব্যবহার করে পুলিশ।
আরও পড়ুন: মার্কিন সিনেটরের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা
এ ঘটনায় সার্বদের পক্ষ নিয়ে যেকোন অপ্রীতিকর অবস্থা রুখতে সীমান্তে সেনা মোতায়েন করেছে সার্বিয়া। অন্যদিকে সার্বদের উপর বলপ্রয়োগের নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়।
Tag: English News lid news others world
No comments: