নিউজিল্যান্ডের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৬
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনসের জানান, সোমবার রাতে চারতলা লোফার্স লজ হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ বলছে, বেশ কয়েকজনকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
ভবনটিতে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। দমকলকর্মীরা জানান, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ভবনের উপরের তলায় আগুন জ্বলতে দেখেন।
ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ট্রাকের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Tag: English News others world
No comments: