গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ মোটরসাইকেল আরোহীর পরিবারে শোকের মাতম
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬। এদের সবার বাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রামে। তিনজনের মর্মান্তিক মৃত্যুতে ছোটফা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ ম আরিফুল হক জানান, গোপালগঞ্জ জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাদের গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১২টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলটি মহাসড়ক থেকে পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হন। মারাত্মক আহত হাসান সরদার ও তাজিম শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভোর রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৮ মে) সকালে তাদের মৃত্যু হয়।এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Tag: English News politics
No comments: