ইরান-আফগান সীমান্তে সংঘর্ষ, নিহত ৩
ইরান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ইরানি সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে দুজন ইরানি সীমান্তরক্ষী ও একজন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
শনিবার (২৭ মে) তালেবানের এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন।
কী কারণে উভয় দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর মাঝে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে ইরান ও আফগানিস্তানের মধ্যে পানির অধিকার নিয়ে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই সীমান্তে এ সংঘর্ষ হয়েছে।
ইরান অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করে ১৯৭৩ সালের পানিচুক্তি লঙ্ঘন করছে। শুষ্ক মৌসুমে হেলমান্দ নদীর পানি ব্যবহার করে ইরানের উত্তরাঞ্চলে চাষাবাদ করা হলেও তালেবানের পদক্ষেপের কারণে তা কঠিন হয়ে পড়েছে। যদিও ইরানের আনা অভিযোগ অস্বীকার করেছে তালেবান।
আরও পড়ুন: উ. কোরিয়া সীমান্তে সামরিক মহড়া যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার
তালেবান পরিচালিত আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক বিবৃতিতে বলেছেন, ‘আজ নিমরোজ প্রদেশে ইরানের সীমান্তরক্ষী বাহিনী আফগানিস্তানের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। পরে আফগান বাহিনী পাল্টা জবাব দেয়। গোলাগুলিতে উভয় পক্ষের একজন করে নিহত ও অনেকে আহত হয়েছেন।’
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামিক আমিরাত তার প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ করতে চায় না। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করেননি তিনি।
সংঘর্ষে ইরানের এক সীমান্তরক্ষীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নুর নিউজ।
আরও পড়ুন: মা-বাবা ভাইবোনকে হত্যার পর যে ভয়ঙ্কর কথা শোনালেন মার্কিন তরুণ
এর আগে ইরানের উপপুলিশ প্রধান কাসেম রেজাই বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তালেবান বাহিনী সাসোলি তল্লাশি চৌকিতে গুলি চালাতে শুরু করে... এ ঘটনায় ইরানের সীমান্তরক্ষীরা পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।
ইরানের সীমান্তরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে, তালেবানের যোদ্ধাদের ব্যাপক ভারী অস্ত্র থেকে গুলি ছোড়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
Tag: English News Featured others world
No comments: