তুরস্কের নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী তুর্কিরাও
বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তুর্কি নাগরিকরা ভোট দিতে পারবেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে। এ লক্ষ্যে ফিনল্যান্ড, সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং কাতার, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তুর্কি নাগরিকদের ভোট প্রয়োগ নির্বিঘ্ন করতে স্থাপিত হয়েছে পোলিং বুথ।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়েছে, এরই মধ্যে উল্লিখিত দেশগুলোতে ভোট গ্রহণ শুরুও হয়ে গেছে।
আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে ভূমিকম্পকবলিত তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। তবে তার আগেই প্রবাসী তুর্কিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আরও পড়ুন: এবারই কি থামছে এরদোয়ানের জয়রথ?
ইউরোপের দেশ ফিনল্যান্ডে সবমিলিয়ে ৬ হাজার ৭৯১ জন তুর্কি ভোট প্রয়োগ করতে পারবেন। তাদের জন্য ফিনল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বুথ খোলা হয়েছে। এসব বুথ খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ৯ পর্যন্ত। ২ মে থেকে ফিনল্যান্ডে অবস্থানরত তুর্কি ভোটাররা ভোট দিতে পারবেন ৭ মে পর্যন্ত।
ফিনল্যান্ড ছাড়াও পোলিং বুথ খোলা হয়েছে সুইডেনেও। দেশটির রাজধানীর নিকটবর্তী শহর আলভসজোতে স্থাপন করা একটি বুথে ধারণা করা হচ্ছে, ৪২ হাজার ৮০০ তুর্কি নাগরিক ভোট দেবেন। ১ মে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে ৭ মে পর্যন্ত।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সবমিলিয়ে ভোট দেয়ার উপযুক্ত তুর্কি নাগরিক রয়েছে ১০ হাজার ৮৬৮ জন। তারাও দেশটিতে স্থাপন করা পোলিং বুথে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন আগামী ৭ মে পর্যন্ত। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তুর্কি দূতাবাসে স্থাপিত বুথে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায় এবং শেষ হবে রাত ৯টায়।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ এরদোয়ান, নির্বাচনী প্রচারণা স্থগিত
এ ছাড়া, লেবাননে থাকা ৮ হাজার ৩৩৬ জন প্রাপ্তবয়স্ক তুর্কি প্রবাসীর জন্যও স্থাপিত হয়েছে পোলিং বুথ। সেখানেও সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি চলবে ভোটগ্রহণ। অন্যান্য দেশের মতো লেবাননেও ১ মে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে ৭ মে পর্যন্ত।
উল্লেখ্য, তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে সবমিলিয়ে ২৪টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে ৬০০ আসনের পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আরও ১৫১ জন।
Tag: English News lid news world
No comments: