বিলাওয়ালের ভারত সফর নিয়ে ইমরানের প্রশ্ন
পাকিস্তানের সংকটময় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে সরকারি অর্থ ব্যয় করে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ভারত সফর নিয়ে একহাত নিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শনিবার (৬ মে) লাহোরে এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ইমরান খান বলেন, পাকিস্তান বিশ্বের দরবারে আজ লজ্জিত। বিলওয়াল আপনি পুরো পৃথিবী সফর করুন, সমস্যা নেই। তার আগে আমাদের জানান, দেশের টাকা খরচ করে সেখানে (ভারত) গিয়ে লাভ হয়েছে নাকি ক্ষতি? দেশের টাকা এভাবে খরচ করার আগে কাউকে জিজ্ঞাসা করেছেন?
বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। প্রয়োজনীয় মৌলিক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেও হিমশিম খাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। দেশের যখন এ অবস্থা তখন সরকারি অর্থ ব্যয় করে, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ভারত সফরের যৌক্তিকতা নিয়ে এসব কথা বলেন ইমরান খান।
Tag: English News lid news others world
No comments: