বাখমুতে ওয়াগনারের ২০ হাজার সেনা নিহত: প্রিগোজিন
বাখমুতে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের ২০ হাজার সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। মঙ্গলবার (২৩ মে) ক্রেমলিনপন্থি রাজনৈতিক কৌশলবিদ কনস্ট্যান্টিন ডলগভের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।
বাখমুতের কেন্দ্রীয় অঞ্চলে রাশিয়া ও ওয়াগনারের পতাকা হাতে ইয়েভজেনি প্রিগোজিন। ছবি: রয়টার্স
প্রিগোজিন বলেন, এই সংঘাতে ক্রেমলিন বাহিনী অনেক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
এর আগে শনিবার (২০ মে) বাখমুত দখল করার দাবি করেন ওয়াগনার প্রধান। এক ভিডিও ভাষণে তিনি এ দাবি করেন।
ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ‘আজ (শনিবার) দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেয়া হয়েছে। শহরের শেষ অংশ যেখানে উঁচু দালানের মাঝে আশ্রয় নিয়েছিল, তা-ও এখন রাশিয়ার সৈন্যদের দখলে।’
আরও পড়ুন: অবশেষে বাখমুত রাশিয়ার দখলে, দাবি ওয়াগনারের
তিনি বলেন, ওয়াগনারের সৈন্যরা শহরটিতে আগামী বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত অপেক্ষা করবে। এ সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর শহরটিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ছেড়ে দেয়া হবে এবং ওয়াগনারের সৈন্যরা বিশ্রাম নিয়ে আবারও নতুন কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জুনের শুরুর দিকে রাশিয়ান বাহিনীর কাছে বাখমুত হস্তান্তর করবে ওয়াগনার বাহিনী। তবে এখনও বাখমুতের কিছু অংশ দখলে রয়েছে বলে দাবি ইউক্রেনের।
Tag: English News others world
No comments: