Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » ব্রাজিলের দল ঘোষণা, বাদ নেইমার




নেইমারকে বাদ দিয়ে গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে জায়গা হয়নি এ ব্রাজিলিয়ান পোস্টারবয়ের। নেইমার ছাড়াও এ স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপে খেলা অ্যান্তোনি, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকাদেরও। daraz তবে অস্থায়ী কোচ র‍্যামন মেনেজেসের দলে সুযোগ মিলেছে নতুন পাঁচ জনের। দলে সুযোগ পেয়েছেন আইরতন লুকাস, ম্যালকম, ভ্যান্ডারসন, জোয়েলিন্টন ও নিনো। লা লিগায় ভিনিসিয়ুসকে বর্ণবাদের ঘটনায় তার সমর্থনে প্রতিবাদস্বরূপ আফ্রিকার দুইটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ১৭ জুন গিনির বিপক্ষে মাঠে নামবে ভিনিসিয়ুস-রদ্রিগোরা। ২০ জুন সেনেগালের মোকাবিলা করবে সেলেসাওরা। এদিকে কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর সেলেসাওদের দায়িত্ব ছেড়েছিলেন তিতে। পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও স্থায়ী কোনো কোচ পায়নি দলটি। এই দুই ম্যাচেও ব্রাজিলিয়ানদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন র‍্যামন মেনেজেস। ২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, এভারটন। ডিফেন্ডার : ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আয়ারটন লুকাস। মিডফিল্ডার : আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জুয়েলিটন। আক্রমণভাগ : লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply