রোনালদোকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে মেসি
লিগ ওয়ানে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা জয়ের দিনে নতুন রেকর্ডে নাম তুলেছেন লিওনেল মেসি। দলের শিরোপা আর মেসির রেকর্ডে দুইয়ে দুইয়ে চার মিলেই গেছে।
শনিবার (২৭ মে) স্তাদে দি লা মেনিয়াওয়ে স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলের ড্র’তে শিরোপা নিশ্চিত হয় প্যারিসিয়ানদের। এতে এক ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগ ওয়ানে রেকর্ড এগারতম শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
daraz
এদিন দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি। ম্যাচের ৫৯তম মিনিটে এমবাপ্পের পাস থেকে প্যারিসকে লিড এনে দেন লিওনেল মেসি। এ গোলে ইউরোপের সেরা পাঁচ লিগে এখন সর্বোচ্চ গোলের রেকর্ড দখলে নিয়েছেন এ আর্জেন্টাইন। ৪৯৬ গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে ছাড়িয়ে গেছেন এ আর্জেন্টাইন মহাতারকা।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমানোর আগে ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করেছিলেন রোনালদো। তবে পর্তুগিজ সুপারস্টারের থেকে ৪৯ ম্যাচ কম খেলেই তাকে (রোনালদো) ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন তারকা।
শিরোপা জয়ের দিনে আরও এক রেকর্ডে নাম উঠেছে মেসির। পেশাদার ফুটবলে এটি মেসির ৪৩তম শিরোপা। এর ফলে তিনি ভাগ বসিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের রেকর্ডে। ৪৩তম শিরোপার নিয়ে যৌথভাবে শীর্ষে রইলেন তারা।
এদিকে মেসির রেকর্ডময় দিনে সাত এতিয়েনকে (১০) টপকে লিগ ওয়ানে সবচেয়ে বেশি শিরোপার মুকুট পিএসজির।
এ জয়ে ৩৭ ম্যাচে ২৭ জয়ে পিএসজির পয়েন্ট ৮৫। সমান সংখ্যক ম্যাচে লেন্সের পয়েন্ট ৮১। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করলো তারা। অন্যদিকে এ ড্রয়ে সমান সংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে লিগে টিকে রইল স্ত্রাসবুর্গ।
No comments: