মিরপুরে জেএমবির পলাতক নারী সদস্য গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে জেএমবির পলাতক ওয়ারেন্টভুক্ত এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (৩ মে) ভোরে মিরপুর-১২ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জঙ্গি সদস্য হলেন উম্মে কুলসুম ওরফে তামান্না ওরফে পারুমীহে পারুল ওরফে আসিয়া।
উম্মে কুলসুমের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মধ্য জোর বাড়িয়া কাচারী গ্রামে। তিনি মৃত আবদুল মালেকের মেয়ে। তার স্বামীর নাম আবুবক্কর সিদ্দিক।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি দল রাজধানীর মিরপুর-১২ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি রাজধানীর কদমতলী থানায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
জানা গেছে, উম্মে কুলসুম ২০০৭ সালে সবুজ নামে এক ব্যক্তির মাধ্যমে জেএমবির সক্রিয় সদস্য আবুবক্কর সিদ্দিককে বিয়ে করেন। এরপর থেকে তিনি সক্রিয়ভাবে জেএমবির কাজে অংশগ্রহণ করেন। ২০১০ সালে কদমতলী থানায় তার বিরুদ্ধে মামলা হয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন। উম্মে কুলসুম পরিচয় গোপন করে গাজীপুরের বিভিন্ন মাদরাসায় চাকরি করেন। এমনকি তিনি নিজের নামসহ বাবা-মায়ের নাম পরিবর্তন ও নতুন জন্ম সনদ তৈরি করে ভোটার আইডি তৈরি করেন। ভোটার আইডিতে তার নাম আসিয়া বলে উল্লেখ রয়েছে। তিনি আসিয়া নামে সবার কাছে পরিচয় দিতেন।
সর্বশেষ তিনি মিরপুর ১২-তে আসিয়া নামে বসবাস শুরু করেন। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মোহাম্মদ আসলাম খান।
Tag: English News lid news others world
No comments: