নির্বাচনের জয়ের পর জাতির প্রতি এরদোয়ানের কৃতজ্ঞতা প্রকাশ
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জয়ের পর দেশের জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
জয়ের পর দেশের জনণের প্রতি এরদোয়ানের কৃতজ্ঞতা প্রকাশ। ছবি: রয়টার্স
বেসরকারি ফলাফল ঘোষণার পর রোববার (২৮ মে) সন্ধ্যায় ইস্তাম্বুলের উস্কুদার জেলায় জনগণের উদ্দেশে বক্তব্য দেন এরদোয়ান। বক্তব্যে তিনি বলেন, ‘দেশের জনগণকে ধন্যবাদ, যারা আবার আমাদের আগামী পাঁচ বছরের জন্য তুরস্ক শাসনের দায়িত্ব দিয়েছেন। ১৪ মে ও ২৮ মে‘র নির্বাচনে দেশের সাড়ে ৮ কোটি মানুষ বিজয়ী হয়েছেন।’
এরদোয়ান আরও বলেন, ‘দেশের মানুষের ভালোবাসায় ও সমর্থনে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। দেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘২১ বছর আপনারা আমাদের ওপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, আশা করি আগামীতেও তা বজায় রাখবেন। আল্লাহ চাইলে আমরা আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে পারব এবং সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব ‘
আরও পড়ুন: টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান
এ নির্বাচনে তুরস্কের জনগণ যে অভিজ্ঞতা অর্জন করেছেন তাকে তিনি ‘গণতন্ত্রের উৎসব’ আখ্যা দিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানান।
এ নিয়ে টানা তৃতীয়বার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান
তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা এরদোয়ানের জয়ের বিষয়টি জানিয়েছে। আনাদোলুর প্রতিবেদনে একটি বেসরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এরদোয়ান ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তাই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা না করা হলেও এটি নিশ্চিত যে, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান নিজেই তার বিজয়ের বিষয়টি তার সমর্থকদের জানিয়েছেন। দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের উদ্দেশে দেয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ‘দেশের মানুষকে ধন্যবাদ। তারা আবার আমাদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তুরস্ক শাসনের দায়িত্ব দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা জনগণের অনুগ্রহেই প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছি।’
আরও পড়ুন: ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার
গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হয়।
প্রথম দফা নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী ১৪দিন পর দ্বিতীয় দফা ভোট হলো। প্রথম দফা ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন করার কথা জানান তিনি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রায় ৬ কোটি ভোটার ছিল। এর মধ্যে ৪৯ লাখ প্রথমবার ভোটার হয়েছেন। ভোটের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছিল।
No comments: