সার্চ ইঞ্জিনে এআই যুক্ত করার ঘোষণা দিল গুগল
বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবার তার মূল সার্চ ইঞ্জিনে যুক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা- এআই।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ ঘোষণা দেন।
সম্মেলনে অনলাইনে বাংলাদেশের দর্শকরা যুক্ত হওয়ার বিষয়টি জানান তিনি। এসময় গুগলে এআই যুক্ত হলে কি কি সুবিধা পাবেন গ্রাহকরা তা তুলে ধরেন সুন্দর পিচাই।
তিনি জানান, গুগল ম্যাপসে যুক্ত হবে আবহাওয়ার রিয়ালটাইম হালনাগাদ। চলতি বছর মাইক্রোসফট মার্কেটে চ্যাট-জিপিটি আনার পর এবার গুগল এআই যুক্ত করার ঘোষণা দিলো।
সিইও সুন্দর পিচাই জানান, গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে এআই যুক্ত হলে আদতে এতে এআইয়েরই উন্নতি হবে। কারণ সার্চ ইঞ্জিনে যা খোঁজা হবে সেই সম্পর্কে ডেটা পেয়ে যাবে এআই। যার ফলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের ক্ষমতা বাড়াবে।
এই সার্চ টুল কাজে লাগিয়ে গুগলের সার্চ বক্সে প্রশ্ন লিখলেই দ্রুত সেগুলোর উত্তর জানা যাবে। শুধু তাই নয়, ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তুও সংক্ষেপে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা বর্তমানের চেয়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাবেন।
Tag: English News lid news world
No comments: