চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে শ্রমিক ও ব্যবসায়ীদের ইলিশ নিয়ে ব্যস্ততা।
দুই মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দুদিন পর চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। আজ বুধবার (৩ মে) বড়স্টেশন মাছঘাটে গিয়ে শ্রমিক ও ব্যবসায়ীদের ইলিশ নিয়ে ব্যস্ততা চোখে পড়েছে।
জানা গেছে, পদ্মা-মেঘনায় জেলেরা ইলিশের দেখা না পেলেও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে কিছু ইলিশ ধরা পড়ছে। আর সেই ইলিশ নিয়ে আসা হচ্ছে চাঁদপুর মাছঘাটে। এতে কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বাজারে দক্ষিণাঞ্চলের ধরা ইলিশের সরবরাহ বেড়েছে। আজ চাঁদপুর মাছঘাটে ৩৫০ মণ ইলিশ সরবরাহ হয়েছে। কিন্তু আকারে ছোট ও মাঝারি। এক কেজি ওজনের ইলিশের মণ ৪০ থেকে ৪২ হাজার টাকা, আর ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের মণ ২০ থেকে ২২ হাজার টাকা।
শবে বরাত সরকার আরও জানান, ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ইলিশ পুরোদমে আসা শুরু হলে তখন মৎস্য আড়ত জমে উঠবে। আর দামও নাগালের মধ্যে চলে আসবে।
জাটকা সংরক্ষণের জন্য সরকার মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরসহ দেশের কয়েক স্থানে ইলিশের অভয়াশ্রম কেন্দ্র ঘোষণা করে। এ সময় নদীতে যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহণ, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল।
No comments: