রণবীরের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে এবার মুখ খুললেন দীপিকা
সাধারণ মানুষ হোক কিংবা তারকা, প্রেমের ভাঙন কিংবা বিবাহবিচ্ছেদ লেগেই রয়েছে। তবে তারকাদের জন্য বিষয়টা দুর্বিষহ হয়ে ওঠে, যখন প্রেম বা বিচ্ছেদ নিয়ে মিথ্যা গুঞ্জন ভেসে বেড়ায়। একের পর এক গুঞ্জনে বলিউডের আকাশ সব সময় ভারি হয়েই থাকে।
কিছু দিন ধরেই গুঞ্জন চলছে, দীপিকা পাড়ুকোন ও রণবীরের মধ্যে নাকি সম্পর্ক ভালো নেই। বিচ্ছেদের দিকে গড়াচ্ছে এই জুটির ভবিষ্যৎ। তবে এবার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা। তার মতে, তাদের মধ্যে অশান্তি খুব একটা হয় না।
অভিনেত্রী বললেন, ‘আমার মনে হয় এখন বিয়ের সম্পর্কে ভালো থাকার একটাই রাস্তা, সেটা হলো ধৈর্য। আমরা সিনেম্যাটিক বিয়ে অথবা আশপাশের মানুষের বিয়ে দেখে বড় হই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বোঝা যায়, সবার পথচলা আলাদা ধরনের।’
অভিনেত্রী আরও বলেন, ‘কথাগুলো শোনাতে অদ্ভুত লাগলেও আমাদের মতো সব কাপলদের আগের জেনারেশনের থেকে ধৈর্য ধরে সংসার করাটা শেখা উচিত।’
২০১৮ সালে বিয়ে করেন বলিউডের এই শক্তিমান জুটি। তারও আগে ছয় বছর প্রেম করেন দুজন। দীপিকার বিশ্বাস অর্জন করতে শুটিং ফ্লোর থেকে রিয়ালিটি শো সব জায়গায় হাজিরা দিতেন রণবীর। এমনিতেও দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক পার্থক্য রয়েছে। একদিকে এনার্জিতে ভরপুর রণবীর, অপরদিকে শান্ত মিতভাষী দীপিকা। তবে দুজনের সম্পর্কে নিয়েই যতই গুজব ছড়াক, সব কিছু হাওয়ায় উড়িয়ে দিলেন দীপিকা। নিশ্চিত করলেন, রণবীরের সঙ্গেই থাকছেন তিনি।
No comments: