পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ২ সেনা ও ৩ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় একটি গোয়েন্দা অভিযানে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত হয়েছে। পরে সেনাবাহিনীর পাল্টা গুলিতে ৩ সন্ত্রাসী নিহত হয়। খবর দ্য ডনের।
পাকিস্তান সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
রোববার (২১ মে) পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলেছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।
বিবৃতিতে সন্ত্রাসীদের হামলায় নিহত সৈন্যদের পরিচয় প্রকাশ করা হয়। নিহত দুই সৈন্য হলেন- নায়েক মুহাম্মদ আতিক (৩৯) ও নায়েক রজব আলী (৩৬)। তারা সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় মারা গেছেন বলেও জানানো হয় বিবৃতিতে।
আরও পড়ুন: মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০
এর আগে শনিবার (২০ মে) দেশটির বেলুচিস্তান প্রদেশের জারগুন এলাকায় সামরিক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত হন। ওই সময় সামরিক বাহিনীর পাল্টা অভিযানে এক সন্ত্রাসী নিহত হয়।
এ নিয়ে দুই দিনে দেশটিতে সন্ত্রাসী হামলায় পাঁচ সৈন্য নিহত হলো। এছাড়া সৈন্যদের অভিযানে ৪ সন্ত্রাসীও নিহত হয়েছে।
গত মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সশস্ত্রবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গত এক বছরে ৪৩৬টি সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ২৯৩ জন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও ৫২১ জন।
Tag: English News lid news world
No comments: