Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গিলের সেঞ্চুরিতে মুম্বাইকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট




সময়টা এখন শুবমান গিলের। লিগ পর্বের শেষ দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। এরপর প্রথম কোয়ালিফায়ারে ৪২ রান। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলেছেন ৭ চার ১০ ছক্কায় ৬০ বলে ১২৯ রানের ইনিংস। অর্থাৎ সর্বশেষ চার ম্যাচে এটি গিলের তৃতীয় সেঞ্চুরি। গিলের এমন অবিশ্বাস্য ইনিংসেই টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট টাইটানস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে ২৩৩ রান করা গুজরাট মুম্বাইকে হারিয়েছে ৬২ রানে। এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক (৮৫১) এখন গিল। আইপিএল ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক আসরে ৮০০–এর বেশি রান করা ক্রিকেটার এখন গিল। এর আগে এই কীর্তি ছিল বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও জস বাটলারের। গিল অবশ্য দ্রুতই ফিরতে পারতেন। ক্রিস জর্ডানের বলে গিলের ক্যাচটা যদি টিম ডেভিড নিতে পারতেন। তখন গিলের রান ছিল ১৯ বলে ৩০। অর্থাৎ সেই ক্যাচ মিসের পর ৪১ বলে ৯৯ রান করেছেন গিল। গিলের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়া সাই সুদর্শনের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। শেষ দিকে ১৩ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গত ম্যাচে ৫ রানে ৫ উইকেট নেওয়া আকাশ মাধওয়াল আজ দেখেছেন মুদ্রার অন্য পিঠ। ৪ ওভারে খরচ করেছেন ৫২ রান। ২৩৪ রানের জবাবটা দারুণ শুরু করে মুম্বাই। প্রথম ৪.৩ বলেই ৫০ রান তোলে মুম্বাই। রোহিত শর্মা, নেহাল ওয়াহধেরারা ব্যর্থ হলেও তিলক বর্মার ১৪ বলে ৪৩ রানের ইনিংসই মুম্বাইকে স্বপ্ন দেখায়। দলীয় ৭২ রানে তিলক ফেরার পর ৩২ বলে ৫১ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন। সূর্যকুমারের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় রোহিত শর্মার দল সূর্যকুমারের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় রোহিত শর্মার দলছবি: এএফপি জশ লিটলের বলে বোল্ড হওয়ার আগে গ্রিন করেন ২০ বলে ৩০ রান। গ্রিন আউট হওয়ার পরও মুম্বাইকে জয়ের পথেই রেখেছিলেন সূর্যকুমার। তবে ৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে সূর্যকুমার বোল্ড হলে ম্যাচ থেকে ছিটকে যায় রোহিত শর্মার দল






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply