বাখমুত দখলের কথা নিশ্চিত করলেন জেলেনস্কি
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘ আট মাসের রক্তাক্ত যুদ্ধের পর শনিবার (২০ মে) রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার বাখমুত দখল করে নেয়। খবর আল জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
রোববার (২১ মে) জাপানের হিরোশিমায় জি-সেভেন সম্মেলনে এ তথ্য জানান জেলেনস্কি। এ সময় তার পাশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন।
জেলেনস্কি বলেন, ‘আমি মনে করেছিলাম আমরা বাখমুতকে হারিয়ে ফেলেছি। কিন্তু আসলে বাখমুতে আর কিছু নেই। রাশিয়ান সেনারা বাখমুতকে ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আজ থেকে বাখমুত আমাদের হৃদয়ে থাকবে। সেখানে আর কিছু নেই।’
এর অগে রোববার সকালে জেলেনস্কির মুখপাত্রের কাছে বাখমুত দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
আরও পড়ুন: অবশেষে বাখমুত রাশিয়ার দখলে, দাবি ওয়াগনারের
শনিবার (২০মে) রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক ভিডিওবার্তায় দাবি করেন, তারা বাখমুত দখল করেছেন।
ওয়াগনার প্রধান ইয়েভজেনি বলেন, ‘আজ (শনিবার) দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শহরের শেষ অংশ যেখানে উঁচু দালানের মাঝে আশ্রয় নিয়েছিল তা-ও এখন রাশিয়ার সৈন্যদের দখলে।’
ইয়েভজেনি প্রিগোজিন জানান, ওয়াগনারের সৈন্যরা শহরটিতে আগামী বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত অপেক্ষা করবে। তিনি জানান, এ সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পর শহরটিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ছেড়ে দেয়া হবে এবং ওয়াগনারের সৈন্যরা বিশ্রাম নিয়ে আবারও নতুন কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে।
প্রিগোজিনের দেয়া তথ্যানুসারে, ‘বাখমুতের মাংস চূর্ণকরণ’ নামে পরিচালিত শহর দখলের লড়াইটি চলেছে সব মিলিয়ে ২২৪ দিন। তিনি বলেন, ‘আমরা পুরো শহরটিই দখল করেছি। এর প্রতিটি দালান আমাদের দখলে, যাতে কেউ বলতে না পারে যে, আমরা শহরের ছোট্ট একটি অংশ দখল করেছি মাত্র।’
আরও পড়ুন: বাখমুত ঘিরে ফেলেছে ওয়াগনার বাহিনী
ভিডিও ভাষণে ওয়াগনার প্রধান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও সম্বোধন করেন। তিনি বলেন, ‘কোনো রসিকতা নয়, ইউক্রেনের সৈন্যরা বাখমুত রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’ তিনি জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ যখন আপনার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের দেখা হবে, তখন তার কপালে চুমু দেবেন এবং বলবেন, আমি তাকে (বাইডেনকে) হাই জানিয়েছি।’
Tag: English News lid news others world
No comments: