ঘূর্ণিঝড় মোখার আঘাত সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
ঘূর্ণিঝড় মোখার আঘাত সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফের মানুষ। বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
ঘূর্ণিঝড়ের তাণ্ডব থামার পর অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরে যান। তবে, সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া বাড়িগুলোর সদস্যরা স্বজনদের কাছে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
মোখার প্রভাবে একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ২ হাজারের বেশি ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ভেঙে গেছে ১ হাজার ২০০টির বেশি স্থাপনা।
দ্বীপের মাঝেরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার অধিকাংশ কাঁচা ঘরবাড়ি মিশে গেছে মাটির সঙ্গে। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের তিনটি ওয়ার্ডের প্রায় ২ হাজার বাড়িঘর।
Tag: English News Featured national
No comments: