Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লাতিন আমেরিকার নিজস্ব মুদ্রা চালুর প্রস্তাব লুলার




ব্রাজিলের ব্রাসিলিয়ার ইতামারাটি প্রাসাদে গতকাল মঙ্গলবার দক্ষিণ আমেরিকান সামিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাসহ বিভিন্ন দেশের নেতারা। ছবি : রয়টার্স গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য একটি নতুন কারেন্সির (মুদ্রার) প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। লাতিন আমেরিকার ১২টি দেশকে নিয়ে এক বড় সম্মেলনের আয়োজন করেছে ব্রাজিল। আর ওই সম্মেলনে লুলার এই প্রস্তাব সমর্থন করেছেন বাকি দেশগুলোর নেতারা। নাম উচ্চারণ না করে ডলার বন্ধের কথা বলেছেন লুলা। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার ভেতরে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি কারেন্সির ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি কারেন্সি তৈরি করতে পারি।’ নতুন এই কারেন্সি কীভাবে তৈরি করা যায় তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। গত এক দশকে লাতিন আমেরিকার দেশগুলো ক্রমশ দক্ষিণপন্থীদের হাতে চলে গেছিল। ফের তা বামপন্থীদের হাতে আসতে শুরু করেছে। ব্রাজিলের সম্মেলনকে তেমনই এক বামপন্থী জোটের বৈঠক হিসেবে চিহ্নিত করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এক সময় লাতিন আমেরিকায় উনাসুর ব্লক যথেষ্ট শক্তিশালী ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা অকার্যকর হয়ে পড়েছিল। লুলার নেতৃত্বে ফের তা তৈরি হচ্ছে। মোট ১২টি দেশের রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দিয়েছেন। পেরুর রাষ্ট্রপ্রধান কেবল আসতে পারেননি। কারণ, তার বিরুদ্ধে দেশের ভেতর ফৌজদারি মামলা হয়েছে। ভেনেজুয়েলারা রাষ্ট্রপ্রধান সম্মেলনে যোগ দিয়েছেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দক্ষিণপন্থী বলসোনারো ভেনেজুয়েলার প্রধানকে ‘একনায়ক’ বলে আখ্যা দিয়েছিলেন। তাকে কোনো সম্মেলনে ডাকা হতো না। লুলা এ দিন তার প্রশংসা করেছেন। আর্জেন্টিনার প্রধানও তার প্রশংসা করেছেন। কলম্বিয়ার প্রধান বলেন, ‘একটি সংঘবদ্ধ লাতিন আমেরিকা গড়ে তোলার সময় এসেছে। রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা হওয়া জরুরি।’ লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় বামপন্থী ব্লক শক্তিশালী হলে বিশ্ব রাজনীতির অঙ্ক ফের নতুন পথে আবর্তিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply