স্ত্রী আনুশকার স্লেজিংয়ের জবাব দিলেন কোহলি
বিরাট কোহলি ও আনুশকা শর্মা । ছবি : ভিডিও থেকে নেওয়া
দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারজুড়ে যতটা প্রশংশা কুড়িয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি, ততটাই সমালোচিত হয়েছেন স্লেজিংয়ের কারণে। প্রতিপক্ষের প্রতি তার অতি আক্রমণাত্নক মনোভাব ভক্ত-সমর্থকদের অনেকেরই অপছন্দ। এবার সেই স্লেজিং করেই কোহলিকে হারিয়ে দিলেন স্ত্রী আনুশকা শর্মা।
আজ শনিবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে যোগ দেন আনুশকা ও বিরাট। সেখানে এই দুই তারকা বিভিন্ন বিষয় নিয়ে মজার সব মুহূর্ত শেয়ার করেন। আর সেখানে কোহলি ব্যাটিংয়ে থাকলে কিভাবে স্লেজিং করতেন আনুশকা, তা দেখাতে বলা হলে আনুশকা যা করলেন তা রীতিমত ভাইরাল।
ব্যাটিংয়ে থাকা কোহলিকে উইকেটের পেছন থেকে আনুশকা স্লেজিং করে বলেন, ‘চলো চলো বিরাট…আজ ২৪ এপ্রিল…আজ তো রান করো। আনুশকার এমন কথা বলার কারণ আছে। কারণ ২৩ এপ্রিল, এই তারিখে আইপিএল ক্যারিয়ারে ৩বার শূন্য রয়েছে কোহলির। আর সেটা নিয়েই স্লেজিং করেন আনুশকা।
অবশ্য আনুশকার স্লেজিংয়ের জবাব দিতে ভুল করেননি কোহলি। তোমার দল এপ্রিল-জুলাইয়ে যত রান করেছে, তার থেকে আমার বেশি রান রয়েছে। এরপরই হেসে লুটিয়ে পড়েন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। শুধু স্লেজিং নয়, উইকটে পড়ার পর কোহলি কীভাবে সেলিব্রেট করেন, তাও অনুকরণ করে দেখান আনুশকা।
Tag: English News games
No comments: