মেসি-রোনালদোর চেয়েও ধনী কে এই ফুটবলার
ফুটবল খেলে খুব একটা পয়সা কড়ি বানাননি। খুব যে একটা আহামরি পর্যায়ে খেলেন, তাও নয়। তবু ফাইক বোলকিয়াহ নামের ২৫ বছরের তরুণ নাকি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার! টাকার ঝনঝনানিতে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাও নাকি তার পেছনে! ভারতীয় সংবাদমাধ্যমের খবর অন্তত তাই বলে।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ফাইক বলকিয়াহ! তরুণ এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ব্রুনাই রাজকীয় পরিবারের সদস্য। দেশটির জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। বর্তমানে ক্লাব ক্যারিয়ারে থাইল্যান্ডের দল চোনবুরি এফসির হয়ে খেলছেন ফাইক।
Tag: English News games world
No comments: