নিউ মেক্সিকোয় কিশোরের গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ১৮ বছর বয়সী এক কিশোরের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। পরে পুলিশ অবশ্য ঘটনার কিছু সময় পর ওই বন্দুকধারী কিশোরকে গুলি করে হত্যা করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাস্থলের বাইরে অবস্থান করছে স্থানীয় পুলিশ। ছবি: সংগৃহীত
সোমবার (১৫ মে) নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে ২৯০ কিলোমিটার দূরের একটি আবাসিক এলাকা ফার্মিংটনে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল বেলায়ই একটি চার্চের বাইরে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের উপ-প্রধান ব্যারিক ক্রাম বলেন, ঘটনার বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দেখতে পায় একজন পুরুষ সেখানকার লোকজনের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করছে।
আরও পড়ুন: মার্কিন আদালতের রায় /যুক্তরাষ্ট্রে ১৮-২০ বছর বয়সীরা বন্দুক কিনতে পারবে
ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেস জানান, এ ঘটনায় তিন বেসামরিক নাগরিক মারা গেছেন এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও ছিলেন। পরে অবশ্য পুলিশ বন্দুকধারী ওই কিশোরকে গুলি করে হত্যা করে। শ্যানিস আরও জানান, এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে তা এখনো অজানা।
ব্যারিক ক্রাম বলেন, ‘আমরা জানার চেষ্টা করছি কেন সে তার প্রতিবেশীদের ওপর গুলি চালিয়েছিল।’ তিনি জানিয়েছেন, ১৮ বছর বয়সী ওই কিশোরের নাম এখনো জানা যায়নি। এমনকি তার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্যও আমরা এখনো জানতে পারিনি।
Tag: English News Featured others world
No comments: