Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এয়ারপোর্টে মন কাড়লেন ভাইজান, কটাক্ষের শিকার শাহরুখ




ইনস্টাগ্রামে এক পাপারাজ্জির অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে প্রবেশ করছেন সালমান খান। তাকে ঘিরে আছে নিরাপত্তারক্ষীরা। হঠাৎই ছুটে আসে একটি বাচ্চা। এসে জড়িয়ে ধরেন সালমানকে। বাচ্চাটির পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় ভাইজানকে। কথাও বলেন। পাশে নিরাপত্তারক্ষীরা একবারো বাধা দেননি। Advertisement বুধবার সালমানের এমন একটা ভিডিও ছড়িয়ে পড়লে অনলাইনে যা মন কেড়ে নিল ভক্তের। ভিডিওর কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সালমান ভক্তরা। একজন কমেন্ট করলেন, সালমান খান বরাবরই বাচ্চাদের ভালোবাসেন। ছোটদের সঙ্গে ওঁর রসায়ন অসাধারণ। আরেকজন লিখলেন- মাটির মানুষ। শাহরুখ-ভক্তদের দেখা উচিত এই ভিডিও। কিছুদিন আগেই তো কিং খান ঠেলে দিয়েছিল একজনকে এয়ারপোর্টে। তৃতীয়জন লিখেছেন- সালমানের তুলনা হয়তো সালমান খানই। এই ভিডিও দেখে মনটা ভরে গেল। আরও একবার ভালোবেসে ফেললাম লোকটাকে। ভিডিও দেখে বিতর্কে জড়িয়ে পড়েন শাহরুখ খান আর সালমান খানের ভক্তরা। কারণ এর আগে এয়ারপোর্টে এক ভক্ত সেলফি তুলতে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ খান। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এ নিয়ে কটাক্ষ করেছিলেন শাহরুখকে। মাসখানেক আগে শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে ডাঙ্কি-র শুটিং সেরে কাশ্মীর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় সঙ্গে তার ম্যানেজার পূজাও ছিলেন। সেই সময়ই সাদা শার্ট পরা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেলফি তোলার জন্য পাশে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। লোকটি ভ্যাবাচ্যাকা খেয়ে যান। একজন লেখেন- দেখেই বোঝা যাচ্ছে ওই ব্যক্তি বিমানবন্দরের কর্মী। শাহরুখের গায়ে তো স্পর্শও করেননি। তাহলে কোন অধিকারে সেই লোকটিকে ঠেলে দিলেন শাহরুখ। তারকা হলেই কি যা ইচ্ছে তাই করা যায়? অপরজন লিখেছিলেন- পাঠান সাফল্য পেতেই আসল রং বেরিয়ে গিয়েছে। যাই হোক, দুই খানের কিন্তু এখন খুব ভাব। কিং খানের পাঠানে কেমিও করেছেন ভাইজান, এবার পালা শাহরুখের। সালমানের পরের ছবি ‘টাইগার ৩’-এ বেশ অনেকটা অংশজুড়ে থাকার কথা রয়েছে শাহরুখ খানের। আরও মুক্তির অপেক্ষা কিং খানের ‘জাওয়ান’ আর ‘ডাঙ্কি’।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply