Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বোলা টিনুবু




নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বোলা আহমেদ টিনুবু। সোমবার (২৯ মে) রাজধানী আবুজার ঈগল স্কয়ারে উন্মুক্ত আকাশের নিচে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে শপথ গ্রহণ করেন তিনি। তিনি পূর্বসুরী মুহাম্মদু বুহারির স্থলাভিষিক্ত হয়েছেন। খবর আল জাজিরার। পূর্বসুরী মুহাম্মদু বুহারির সঙ্গে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। ছবি: আল জাজিরা শপথ গ্রহণের পর নিজের বক্তব্যে প্রেসিডেন্ট বোলা আহমেদ নাইজেরিয়ার বর্তমান দুর্বল অর্থনীতি চাঙ্গা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তত ৬ শতাংশে উন্নীত করবেন। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা অপসারণ, নতুন নতুন কর্মসংস্থান ও মুদ্রা বিনিময় হার আরও সংহত করার পাশাপাশি দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি। আরও পড়ুন: মালিতে বাংলাদেশ পুলিশ ইউনিটের টহল টিমের ওপর হামলা টিনুবু বলেন, `অর্থনীতির ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে একটি উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি ও বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।’ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের প্রার্থী হিসেবে টিনুবু ৩৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। টিনুবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আতিকু আবুবক্কর ভোট পান ২৯ শতাংশ। আর লেবার পার্টির পিটার ওবি পান ২৫ শতাংশ ভোট। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন টিনুবুর প্রধান দুই প্রতিপক্ষ। তারা নির্বাচনে টিনুবুর জয়ের ফলাফল চ্যালেঞ্জ করেন। নির্বাচনের ফলাফল নিয়ে টিনুবুর প্রধান দুই প্রতিপক্ষের মূল যুক্তির ওপর মঙ্গলবার (৩০ মে) একটি ট্রাইব্যুনালে শুনানি শুরু হওয়ার কথা। এ বিষয়ে আগামী সেপ্টেম্বরের আগে কোনো রায় আসবে বলে মনে হয় না। নির্বাচনের ফলাফল নিয়ে চলমান এই বিতর্কের মধ্যেই সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন টিনুবু। আরও পড়ুন: সাড়ে চার হাজার বছর আগের পিরামিড খুলে দিল মিসর বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের জেরে নাইজেরিয়ার জনগণের মধ্যে বিভক্তি আরও বেড়েছে। দেশটির অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতিও অবনতিশীল। এই পরিস্থিতির জন্য তিনুবুর পূর্বসূরি বুহারিকেই দায়ী করে থাকেন অনেকে। ফলে নাইজেরিয়ার অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য টিনুবুর ওপর চাপ থাকবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply