ভাই-ভাইয়ের লড়াইয়ে আইপিএলের ইতিহাসে প্রথম যে ঘটনা
একই দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন অনেক বছর। আইপিএলের গত আসর থেকে হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া খেলছেন দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। তবে দুই ভাইয়ের একই দলে বা ভিন্ন দলে খেলার ঘটনা আগেও ঘটেছে অনেকবার। কিন্তু রোববার (৭ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে লখনৌ সুপারজায়ান্টসের ম্যাচে এই দুই ভাই এমন ইতিহাস গড়লেন যা আইপিএলে আর কখনোই ঘটেনি।
আইপিএলের ইতিহাসে এই প্রথমবার এক ম্যাচে দুই দলের নেতৃত্ব দিচ্ছেন দুই ভাই। আইপিএলের ষোড়শ আসরের ৫১তম ম্যাচে এসে এমন ইতিহাসের সাক্ষী হবে ক্রিকেটবিশ্ব। ম্যাচে গুজরাটের নেতৃত্বে আছেন হার্দিক পান্দিয়া আর লখনৌ সুপারজায়ান্টসের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া।
আইপিএলের গত আসর থেকেই গুজরাটের অধিনায়কের দায়িত্বে আছেন হার্দিক। এই অলরাউন্ডারের দুর্দান্ত নেতৃত্বে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছে দলটি। ক্রুনাল অবশ্য নেতৃত্ব পেয়েছেন আপৎকালীন হিসেবে। চোটের কারণে এবারের আইপিএল থেকে লোকেশ রাহুল ছিটকে যাওয়ায় তাকে দেয়া হয়েছে নেতৃত্বের ভার।
আরও পড়ুন: নুন আনতে যাদের পান্তা ফুরাতো, তারাই আজ আইপিএল তারকা
আইপিএলে হার্দিক ও ক্রুনাল ছাড়াও খেলেছেন আরও আট সহোদর। এবারের আইপিএলেই অভিষেক হয়েছে ডুয়ান ইয়াসেনের, খেলছেন মুম্বাই দলে। আর সানরাইজার্স হায়দরাবাদে আছেন মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এ দুই ক্রিকেটার যমজ। আইপিএলে এর আগে যমজ ভাইয়ের খেলার ইতিহাস ছিল না।
এ ছাড়া আইপিএলে খেলেছেন পাঠান পরিবারের দুজন ইরফান ও ইউসুফ। স্যাম কারান ও টম কারেন ইংল্যান্ডের এ দুই ভাইও আইপিএলে খেলেছেন। এ ছাড়া মিচেল মার্শ-শন মার্শ, মাইক হাসি-ডেভিড হাসি, ব্রেন্ডন ম্যাককালাম-নাথান ম্যাককালাম ভাইয়েরাও খেলেছেন এই টুর্নামেন্টে।
গত বছরের মতো চলতি আইপিএলেও দারুণ ছন্দে হার্দিকের গুজরাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতে দারুণ শুরু পেলেও শেষ কয়েক ম্যাচে কিছুটা খেই হারিয়েছে লখনৌ। তবে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখনও প্লে-অফের বড়সড়ো দাবিদার লখনৌ সুপার জায়ান্টস।
Tag: English News games
No comments: