পাল্টা আক্রমণের হুঁশিয়ারি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর
ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগরোদে অনুপ্রবেশকারীদের পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু। ছবি: সংগৃহীত
বুধবার (২৪ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো বলেছে তারা বেলগরোদের হামলা প্রতিহত করেছে। এর পরপরই এমন হুঁশিয়ারি দেন সার্গেই শোইগু।
সোমবার (২২ মে) রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগরোদে হামলা চালায় ইউক্রেনের সেনারা। এ বিষয়ে আঞ্চলিক গভর্নর ভিচেস্লাভ গ্লাদকভ বলেন, এ অঞ্চলে রাতভর ড্রোন হামলা হয়েছে।
তিনি দাবি করেন, ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগরোদে অনুপ্রবেশকারী হামলাকারীদের মধ্যে অন্তত ৭০ জন ইউক্রেনের বাসিন্দাকে হত্যা করা হয়েছে। বাকিদের সীমান্তের ওপারে ইউক্রেনের অঞ্চলে তাড়িয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সময় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সদস্যদের ঠেকিয়ে দেয়া হয়েছে এবং বিমান ও গোলা হামলায় তাদের ধ্বংস করা হয়েছে। তারা অনুপ্রবেশকারী হামলাকারীদের ইউক্রেনীয় বাহিনীর অন্তর্ঘাতী এবং অগ্রবর্তী দল বলে অভিহিত করেছে।
আরও পড়ুন: রাশিয়ায় অনুপ্রবেশ করা ৭০ হামলাকারীকে হত্যার দাবি মস্কোর
রাশিয়ার সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা রিয়া নাভোস্তি বুধবার (২৪ মে) বলেছে, সব মিলিয়ে ৭০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে এবং চারটি সাঁজোয়া যান এবং পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। বুধবার বেলগরোদ অঞ্চলে সন্ত্রাসবাদবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
তবে বেলগরোদে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইউক্রেন। তারা বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী আধা সামরিক দুটি দল এ হামলা চালিয়েছে।
এদিকে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর রাশিয়ার ভূখণ্ডে এটিই বড় ধরনের হামলা। এর আগে এমন কোনো হামলার মুখোমুখি হয়নি দেশটি। এ বিষয়ে ক্রেমলিন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নতুন মোড় /বেলগরোদের দুটি গ্রাম দখলে নেয়ার দাবি ইউক্রেনপন্থি রুশ সেনাদের
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন থেকে কোনো ধরনের অনুপ্রবেশের ব্যাপারে রাশিয়াকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের আরও প্রচেষ্টা দরকার, যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে।’
Tag: English News lid news world
No comments: