পেরুর স্বর্ণ খনিতে আগুন লেগে নিহত ২৭
পেরুর দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকার এক স্বর্ণ খনিতে আগুন লেগে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।
রোববার এ খবর জানিয়েছে কর্তৃপক্ষ।
আরেকুইপা অঞ্চলে এস্পারেঞ্জা ওয়ান খনিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি পুলিশ ও পাবলিক প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে।
Tag: English News lid news national
No comments: