রাজা তৃতীয় চার্লসের অভিষেক শোভাযাত্রা শুরু
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে শোভাযাত্রা শুরু হয়েছে। ওয়েস্টমিনস্টার অ্যাবের উদ্দেশে যাত্রা করেছেন রাজা চার্লস। সেখানেই স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) তার রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠান হবে।
রানি দ্বিতীয় এলিজাবেথ অধ্যায় শেষে আনুষ্ঠানিকভাবে নতুন রাজা পেতে যাচ্ছে ব্রিটেনের মানুষ। আড়ম্বরপূর্ণ উৎসবে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে দেয়া হবে রাজা তৃতীয় চার্লসকে। ব্রিটিশ রাজতন্ত্রে রাজা হিসেবে অভিষিক্ত হবেন তিনি।
তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার (০৬ মে) সকালেই শুরু হয়েছে উৎসব। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে জড়ো হয়েছেন লন্ডনে।
ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্রিটেনজুড়ে রাজকীয় সাজসজ্জা। প্রাসাদের সামনে ভিড় হাজার হাজার উৎসুক মানুষের। লন্ডন শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২৯ হাজার পুলিশ সদস্য।
সাম্প্রতিক সময়
Tag: English News others world
No comments: