Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » হলান্ডের দেখা সেরা প্রথমার্ধ রিয়ালের বিপক্ষে সিটির সেই ৪৫ মিনিট




কী দুর্দান্ত একটি মৌসুমই না কাটাচ্ছেন আর্লিং হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে করেছেন ৫২ গোল। এখন পর্যন্ত এ মৌসুমে তাঁর হ্যাটট্রিক ৬টি। এর মধ্যে একটি চ্যাম্পিয়নস লিগে, চারটি প্রিমিয়ার লিগে, অন্যটি এফএ কাপে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৭-০ ব্যবধানের জয়ে হলান্ড একাই করেছেন ৫ গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে মনে রাখার মতো ম্যাচ হলান্ডের অনেকগুলোই আছে। এর আগে রেড বুল সাল্‌জবুর্গ ও বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতেও অনেক স্মরণীয় ম্যাচ খেলেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। কোনো ম্যাচের প্রথমার্ধে তিনি প্রতিপক্ষের ওপর দিয়ে ‘স্টিম রোলার’ চালিয়েছেন, কোনটিতে আবার দ্বিতীয়ার্ধে। ক্যারিয়ারে যত ম্যাচ খেলেছেন, এর মধ্যে কোনটির প্রথমার্ধকে এগিয়ে রাখবেন হলান্ড? এমন প্রশ্নের উত্তরে ম্যান সিটি তারকা যে ম্যাচটির কথা বলেছেন, সেটিতে তিনি প্রথমার্ধ কেন; দ্বিতীয়ার্ধেও কোনো গোল পাননি! কোন সেই ম্যাচ, যেটিতে হলান্ড গোলই পাননি অথচ ম্যাচটির প্রথমার্ধ তাঁর কাছে সবচেয়ে স্মরণীয়! খুব বেশি দিন আগের নয়, ম্যাচটি ছিল ১৭ মে। নিজেদের মাঠ ইতিহাদে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ।

সেই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার সিটি। প্রথমার্ধে রিয়ালকে দর্শক বানিয়ে ম্যাচটিতে একচেটিয়া খেলেছে তারা। বের্নার্দো সিলভার জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সিটি। সেই ম্যাচের প্রথমার্ধে অবশ্য আরও গোল পেতে পারত ম্যানচেস্টারের দলটি। রিয়ালের বিপক্ষে সেই ম্যাচের প্রথমার্ধ নিয়ে হলান্ড বলেছেন, ‘প্রথমার্ধ, আমি আবার যখন এটা দেখি, আমি বারবার দেখি, এমন অল্প কিছু ম্যাচের মধ্যে এটা একটা। আমার জীবনে দেখা কোনো ফুটবল দলের এটাই সেরা প্রথমার্ধ।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply