Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মহানাটকের পর টটেনহামকে হারাল লিভারপুল




দিয়োগো জোতার (ডানে) এই গোলেই জিতেছে লিভারপুল দিয়োগো জোতার (ডানে) এই গোলেই জিতেছে লিভারপুলছবি: রয়টার্স ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিট। অ্যানফিল্ডকে স্তব্ধ করে রিচার্লিসনের গোল। প্রথম ১৫ মিনিটেই ৩ গোল খেয়ে পিছিয়ে পড়া টটেনহাম যে ব্রাজিলিয়ান তারকার গোলেই সমতা ফেরাল। ‘অবিশ্বাস্য নাটকে লিভারপুলকে রুখে দিল টটেনহাম’—এমন শিরোনামও হয়তো অনেকে লিখে ফেলেছিলেন। তখন কে জানত নাটক আরও বাকি! শিরোনাম পাল্টাতে হলো। লিখতে হলো ‘মহানাটকের পর টটেনহামকে হারাল লিভারপুল’। রিচার্লিসনের গোলের এক মিনিট পরেই যে আবার গোল করে বসল লিভারপুল। এ মৌসুমে অননুমেয় দলের খেতাব পেয়ে যাওয়া লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করলেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা, সেটিও টটেনহামের লুকাস মউরার ভুলে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি লিভারপুল জিতল ৪-৩ গোলে। আর এই জয়ে আগামী মৌসুমে অন্তত ইউরোপা লিগে খেলার সম্ভাবনা আরও বাড়ল ইয়ুর্গেন ক্লপের দলের। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল। রিচার্লিসন হয়তো ভেবেছিলেন ১ পয়েন্ট এনে দিয়েছেন টটেনহামকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল। রিচার্লিসন হয়তো ভেবেছিলেন ১ পয়েন্ট এনে দিয়েছেন টটেনহামকেছবি: এএফপি নাটকীয় জয়ের পর ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট লিভারপুলের। ক্লপের দল উঠে এসেছে পয়েন্ট তালিকার পাঁচে। শেষ মুহূর্তের গোলে হারা টটেনহাম ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে। প্রথম ১৫ মিনিটের খেলা দেখে বোঝার উপায় ছিল না এই ম্যাচ এমন উত্তেজনা ছড়াবে। টটেনহামের রক্ষণভাগকে দুমড়েমুচড়ে ফেলেছিল লিভারপুল। তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় লিভারপুল। কার্টিস জোন্স এগিয়ে দেন স্বাগতিকদের। দুই মিনিট পর লুইস দিয়াজের গোলে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ১৫ মিনিটে সালাহর পেনাল্টি গোল লিভারপুল যখন ৩-০ গোলে এগিয়ে গেল টটেনহামের সমর্থকদের নিশ্চিত গত রোববারের ম্যাচটির কথা মনে পড়েছে। নিউক্যাসলের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ২১ মিনিটেই ৫ গোল খেয়েছিল টটেনহাম, শেষ পর্যন্ত হেরেছিল ৬-১ গোলে। আরও পড়ুন রেকর্ড ছোঁয়ার ম্যাচে ৯২ বছর আগের কীর্তিও ফেরালেন হলান্ড ফুলহামের জালে গোলের পর হলান্ডের উদ্‌যাপন মউরার (ডানে) ভুলেই গোল পেয়েছেন জোতা। ম্যাচশেষে আবেগ সামলাতে পারেননি ব্রাজিলিয়ান খেলোয়াড় মউরার (ডানে) ভুলেই গোল পেয়েছেন জোতা। ম্যাচশেষে আবেগ সামলাতে পারেননি ব্রাজিলিয়ান খেলোয়াড়ছবি: এএফপি আজ আবার ৩ গোল খেয়ে বসার পর টটেনহামের অনেক সমর্থক গ্যালারি ছেড়ে চলেও গিয়েছিলেন। যাঁরা সেই কাজ করেছেন তাঁরা নিশ্চিত আফসোসে পুড়েছেন। শেষ রক্ষা না হলেও তাঁদের দল যে অবিশ্বাস্য লড়াই করে ফিরে এসেছিল ম্যাচে। ৩৯ মিনিটে হ্যারি কেইনের ভলিতে ব্যবধান কমায় টটেনহাম। এবারের লিগে ইংলিশ স্ট্রাইকারের এটি ২৫তম গোল। বিরতির পর দুর্ভাগ্যের সঙ্গেও দেখা হয়ে যায় টটেনহামের। হিয়ুং-মিন সন ও ক্রিস্তিয়ান রোমেরোর চেষ্টা ব্যর্থ হয়েছে পোস্টে লেগে। তবে ৭৭ মিনিটে সনের গোলেই ব্যবধানটাকে ২-৩ বানায় টটেনহাম। এরপর যোগ করা সময়ে বদলি খেলোয়াড় রিচার্লিসনের হেডের গোলে সমতা। কিন্তু মুহূর্ত কয়েক পরেই জোতার সেই গোল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply