মহানবী (সা.) এর সমাধির চারপাশে পিতলের সুরক্ষা
দর্শনার্থীদের থেকে সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সমাধির চারপাশে পিতলের বেড়া দেয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ’র বরাতে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সমাধির চারপাশে পিতলের বেড়া। ছবি: গালফ নিউজ
ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববির আল রাওজা আল শরিফা চত্বরে অবস্থিত হযরত মুহম্মদ (সা.) এর সমাধি। এর আগে সমাধির চারপাশ ঘিরে ছিল কাঠের বেড়া। সেই বেড়া অপসারণ করে নতুন এই পিতলের বেড়া দেয়া হয়েছে।
মসজিদে নববির রক্ষণাবেক্ষণ বিষয়ক সরকারি প্রশাসনিক ইউনিটের (জেনারেল প্রেসিডেন্সি) অপারেশনাল অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের প্রধান আবদুল্লাহ বিন দুখাইল বলেন, মসজিদে নববির স্থাপত্যের সঙ্গে সঙ্গতি রেখে কাঠের বেড়ার পরিবর্তে এই পিতলের বেড়া দেয়া হয়েছে।’
আরও পড়ুন: মসজিদে নববিতে কোটি মানুষের নামাজ আদায়
পিতলের তৈরি নতুন এই বেড়াটির নকশায় মসজিদে নববি, রাওজা আল শরিফা এবং মসজিদে নববির যেসব কক্ষে কুরআনের লিখিত বিভিন্ন প্রাচীন অনুলিপি সংরক্ষিত আছে, সেসবের প্রভাব রয়েছে বলেও এ কর্মকর্তা জানান।
বিশুদ্ধ পিতলের তৈরি এই বেড়াটির মোট দৈর্ঘ্য ২৮৫ দশমিক ৪৩ ফুট (৮৭ মিটার)। তিনদিক থেকে এটি মহানবী (সা.) এর সমাধি ঘিরে রেখেছে।
আরও পড়ুন: মসজিদে নববিতে রহমতের বৃষ্টি
আবদুল্লাহ বিন দুখাইল আরও বলেন, ‘এটি খুবই মজবুত এবং ভূমিতে দৃঢ়ভাবে গাঁথা। সেই সঙ্গে জনতার ভিড় থেকে মহানবী (সা.) এর সমাধিকে যথাযথ সুরক্ষা দেয়ার জন্য পুরোপুরি উপযোগী।’
এদিকে রমজানের প্রথম ২০ দিনে ২ কোটি ১০ লাখের বেশি মুসলমান মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি।
No comments: