বিশ্বকাপ দলে দেখা যাবে না রিয়াদকে!
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপে শিরোপায় চোখ রাখছে বাংলাদেশ দল। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগার দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা নাও যেতে পারে!
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে রিয়াদকে বিশ্রামে রাখা হয়েছে।
গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দলের সঙ্গে ছিলেন রিয়াদ। তবে ঘরের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের দলে ছিলেন না তিনি। এরপর আসন্ন ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজের ঘোষিত দলেও নেই রিয়াদ।
তবে কি এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলকে সার্ভিস দেওয়া এই ক্রিকেটারের অধ্যায় শেষ! দেশের ক্রীড়াঙ্গনে এই নিয়েই চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে সুজন জানালেন, যদি বিশ্বকাপ দলেই রিয়াদ থাকত তাহলে এই সিরিজগুলোতে তাকে দেখা যেত।
Tag: English News games
No comments: