Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ফক্স নিউজ থেকে বেরিয়ে গেলেন উপস্থাপক টাকার কার্লসন




ফক্স নিউজ থেকে বেরিয়ে গেলেন টাকার কার্লসন যুক্তরাষ্ট্রের বিতর্কিত গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অন্যতম আলোচিত টিভি উপস্থাপক ও সঞ্চালক টাকার কার্লসন। সোমবার (২৪ এপ্রিল) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এই ঘোষণা মার্কিন গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গন নাড়িয়ে দিয়েছে। খবর সিএনএনের।যুক্তরাষ্ট্রের ‘হায়েস্ট রেটেড’ তথা সবচেয়ে জনপ্রিয় টিভি উপস্থাপকদের অন্যতম টাকার কার্লসন। ফক্স নিউজে ‘কার্লসন টুনাইট’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করতেন তিনি। এই অনুষ্ঠানে প্রায়ই তিনি রিপাবলিকান পার্টি ও এর নেতাদের তুলোধুনা করতেন।

সম্প্রতি ফক্স নিউজের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ভিত্তিহীন খবর প্রচারের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ভোটিং ইকুইপমেন্ট তথা নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডোমিনিয়ন সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে মানহানির মামলা করে। সেই মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করার কয়েকদিন পরই টাকারকে সরিয়ে দেয়ার বিষয়টি সামনে এলো। ফক্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফক্স নেটওয়ার্ক ও কার্লসন পৃথক হওয়ার বিষয়ে একমত হয়েছে। একজন উপস্থাপক হিসেবে আমাদের সঙ্গে কাজ করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’ আরও পড়ুন: মানহানি মামলা /পৌনে ৭৯ কোটি ডলারে সমঝোতা করল ফক্স নিউজ আরও বলা হয়, কার্লসনের সর্বশেষ টেলিভিশন অনুষ্ঠান গত শুক্রবার (২১ এপ্রিল) প্রচার করা হয়। তার জায়গায় একজন উপযুক্ত স্থায়ী সঞ্চালক খুঁজে না পাওয়া পর্যন্ত ফক্স নিউজের অন্যান্য সঞ্চালকরা অস্থায়ীভাবে কার্লসনের করা অনুষ্ঠানগুলোর কাজ চালিয়ে নেবেন বলেও বিবৃতিতে জানানো হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ব্যাপারে জানার জন্য কয়েকবার যোগাযোগ করা হলেও কার্লসন কোনো মন্তব্য করেননি। সোমবার (২৪ এপ্রিল) সকালে সিদ্ধান্তটি টাকারকে জানানো হয়। গত সপ্তাহে ৭৮ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার দেওয়ার বিনিময়ে আদালতের বাইরে ডোমিনিয়নের সঙ্গে মানহানির মামলা নিষ্পত্তি করেছে ফক্স কর্পোরেশন। যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমিনিয়নও ভোট চুরির পরিকল্পনায় জড়িত ছিল বলে খবর প্রচার করেছিল ফক্স। আরও পড়ুন: ক্যাপিটল হিল হামলা /ফক্স নিউজের সাংবাদিককে হোয়াইট হাউজের তোপ ওই খবরকে মিথ্যা ও অগ্রহণযোগ্য দাবি করে ফক্সের বিরুদ্ধে মামলা করে ডোমিনিয়ন। তাদের অভিযোগ ছিল, ফক্স জেনেশুনেই এ রকম খবর প্রচার করেছিল। এ জন্য ফক্সের ৯২ বছর বয়সী প্রধান নির্বাহী রুপার্ট মারডকসহ ফক্সের সংবাদকর্মীদের মধ্যে টাকার কার্লসন, শন হ্যানিটি, জিনাইন পিরো ও মারিয়া বার্তিরোমোকেও সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়েছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply