ব্যাট হাতে ব্যর্থ গুরবাজ, কপাল খুলছে লিটনের?
লিটন দাস ও রহমানউল্লাহ গুরবাজ। ছবি : কেকেআরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে লড়াই করেও জয়ের স্বাদ নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে ওপেনার লিটন কুমার দাসের, ভক্ত-সমর্থকদের এমন আশায় গুড়েবালি।
কারণ লিটন নয় একাদশে সুযোগ পেয়েছেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি ডানহাতি এই ব্যাটার। আউট হয়েছেন শূন্য রানে।
আর গুরবাজের এমন ব্যর্থতায় কপাল খুলতে পারে লিটনের। সুযোগ মিলতে পারে সেরা একাদশে। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গার্ডেনে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ২২৮ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় হায়দরাবাদ। জবাবে অধিনায়ক নিতিশ রানা ও তরুন তুর্কি রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে ২০৫ রানে থামে কলকাতা।
ওপেনিংয়ে নেমে ৩ বল খেলে ০ রানে বিদায় নেয় গুরবাজ। যিনি কলকাতায় লিটনের অন্যতম প্রতিদ্বন্দ্বী। কারণ গুরবাজ কিংবা লিটনের যেকোনো একজন একাদশে সুযোগ পাবেন। আর দুজনই যেহেতু উইকেটরক্ষক ব্যাটার, তাই তাদের একসাথে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন।
তবে লিটনের জন্য সুখবর, গুরবাজের ব্যর্থতায় পরবর্তী ম্যাচেই একাদশে দেখা যেতে পারে তাকে। আগামীকাল রোববার (১৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়েতে রোহিত শর্মার দলের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে কেকেআর। লিটন যে দুর্দান্ত ছন্দে রয়েছেন, তাতে একাদশে সুযোগ পেলে যে নিজেকে মেলে ধরতে ভুল করবেন না, তা তো অনুমেয়। এখন দেখার বিষয়, কাল একাদশে লিটনের সুযোগ মেলে কি না।
No comments: