ইরান-আজারবাইজান দ্বন্দ্ব, ফোনে কথা বললেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী
প্রতিবেশী দুই দেশ ইরান ও আজারবাইজান। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল হয়ে পড়েছে। সর্বশেষ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিদ্যমান সংকট নিরসনে টেলিফোনে আলাপ করেছেন। শনিবার (৮ এপ্রিল) উভয় দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জিহান বায়রামভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ছবি: রয়টার্স
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে ইরান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপের বিষয়টি জানানো হয়েছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জিহান বায়রামভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান অসন্তোষ এবং ভুল বোঝাবুঝি নিয়ে কথা বলেছেন।
আজারি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বায়রামভ তার ইরানি প্রতিপক্ষকে বলেছেন যে, আজারবাইজানের জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত যে পররাষ্ট্রনীতি রয়েছে তাকে সম্মান করা গুরুত্বপূর্ণ। এ সময় তিনি ইসরাইলের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক নিয়েও কথা বলেন। উল্লেখ্য, আজারবাইজানের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক সম্পর্ক নিয়ে ইরান বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
আরও পড়ুন: ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা বাড়ছে
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার বিকেলে দু’দফা ফোনালাপ করেছেন। এ সময় তারা বিদ্যমান সমস্যা ও ভুল বোঝাবুঝির সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন। আমির আব্দুল্লাহিয়ান বায়রামভের সঙ্গে আলোচনার সময় এ অঞ্চলের দেশগুলোর ঐক্য, নিরাপত্তা এবং অগ্রগতির বিরুদ্ধে ইসরাইল ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেছেন।
এর আগে গত ৬ এপ্রিল আজারবাইজান রাজধানী বাকুতে ইরানের দূতাবাসের চারজন কর্মচারীকে অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে এবং ইরানের ‘সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ডের’ জন্য ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছে। পাশাপাশি ওই চার দূতাবাসকর্মীদের আজারবাইজান ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল।
৬ এপ্রিলই আজারবাইজানের কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, তারা ৬ ইরানি নাগরিককে গুপ্তচর সন্দেহে গ্রেফতার করেছে। আজারি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করার অভিযোগও আনে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে প্রায় ৭০০ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং ইরানের উত্তরাঞ্চলের আজারবাইজান সীমান্তে বিপুল সংখ্যক আজারি জনগোষ্ঠীর বাস রয়েছে। তারপরও দেশ দুটি পরস্পরের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
Tag: English News national world
No comments: