Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পেন্টাগন থেকে যেভাবে নথি চুরি করেছিলেন জ্যাক টিক্সেরা




যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনকে বিশ্বের অন্যতম সুরক্ষিত ভবন বলে বিবেচনা করা হয়। সেখান থেকে কীভাবে নথি চুরি করেছেন জ্যাক টিক্সেরা তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। আদালতকে দেয়া জবানবন্দী থেকে জানা গেছে ঠিক কীভাবে নথিগুলো চুরি করেছিলেন জ্যাক টিক্সেরা। তাই উঠে এসেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে। জ্যাক টিক্সেরাকে ম্যাসাচুসেটসের নর্থ ডাইটনের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল)। পরে শুক্রবার (১৪ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়। আদালতে দেয়া জবানবন্দী অনুসারে, দেশটির ন্যাশনাল গার্ডসের সদস্য জ্যাক টিক্সেরার মূলত তার ‘টপ সিক্রেট সিকিউরিটি ক্লিয়ারেন্স’ সুবিধা নিয়েই নথি গুলো গায়েব করেছিলেন। আদালতে জমা দেয়া জবানবন্দী থেকে জানা গেছে, ২০২১ সাল থেকেই জ্যাক টিক্সেরা ‘টপ সিক্রেট সিকিউরিটি ক্লিয়ারেন্স’ সুবিধাভোগী ছিলেন। পাশাপাশি তার নামের সঙ্গে সেনসিটিভ কম্পার্টমেন্ট অ্যাকসেস (এসসিআই) সুবিধাও যুক্ত ছিল। যার ফলে জ্যাক টিক্সেরার পক্ষে সরকারের বিভিন্ন স্পর্শকাতর গোয়েন্দা তথ্যের সংগ্রহশালায় তার অবাধ যাতায়াত ছিল। আরও পড়ুন: পেন্টাগনের গোয়েন্দা নথি ফাঁসের অভিযোগে ১ সন্দেহভাজন গ্রেফতার যুক্তরাষ্ট্রে ফেডারেল বাহিনী ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইকে দেয়া এক জবানবন্দীতে বিষয়টির সঙ্গে পরিচিত এক ডিসকর্ড ব্যবহারকারী জানিয়েছে, টিক্সেরা ২০২২ সালের ডিসেম্বর থেকে প্লাটফর্মটিতে নথির তথ্য শেয়ার করা শুরু করে। তবে নথিগুলোর ছবি সরাসরি প্রকাশ করা শুরু করে ২০২৩ সালের জানুয়ারি থেকে। এদিকে, স্পর্শকাতর গোপনীয় নথি ফাঁস করার দায়ে জ্যাক টিক্সেরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এসপিওনাজ বা গুপ্তচরবৃত্তি অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জ্যাক টিক্সেরা অননুমোদিত উপায়ে জাতীয় প্রতিরক্ষা তথ্য সংগ্রহ করেছেন, স্পর্শকাতর এসব তথ্য ছড়িয়ে দিয়েছেন এবং অননুমোদিত উপায়ে প্রতিরক্ষা উপকরণ সরিয়ে নিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply