নরওয়ে থেকে রাশিয়ার ১৫ কূটনিতীককে বহিষ্কার
নরওয়ের অসলোতে অবস্থিত রুশ দূতাবাসে কর্মরত ১৫ কূটনিতীককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার নরওয়ের এই সিদ্ধান্তে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড জানান, ‘ যে ১৫ জন গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে তারা এমন কিছু কর্মকান্ডে জড়িত ছিলেন যা তাদের কূটনৈতিক মর্যদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও জানান, রাশিয়ার এসব কর্মকর্তাকে অবশ্যই নরওয়ে ছাড়তে হবে।
হুইটফেল্ড আরও বলেন, অনেকদিন ধরেই তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তারা কি ধরনের কার্যক্রমে জড়িত সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেন।
No comments: