দিয়াশলাই বা লাইটার নিয়ে ঈদ জামাতে নয়
আগুন লাগার ঝুঁকি থাকে এমন কিছু জাতীয় ঈদগাহে না আনার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এই অনুরোধ জানান তিনি।
মেয়র তাপস বলেন বলেন, আমরা আশাবাদী, সুন্দর পরিবেশে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজন করতে পারব। প্রিয় ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা ঈদের জামাতে আসবেন।
তবে কেউ দিয়াশলাই বা লাইটার নিয়ে জাতীয় ঈদগাহে জামাতে আসবেন না। আগুন লাগার ঝুঁকি থাকে এমন কিছু না আনার অনুরোধ জানাচ্ছি।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবে বলেও সতর্ক করেন মেয়র।
চলতি বছর রোজার শুরু থেকেই ঢাকায় বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে। এসব আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সেসব কথা স্মরণ করিয়ে মেয়র তাপস বলেন, আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তীব্র তাপদাহ রয়েছে। সুতরাং সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
আবহাওয়া বৈরী হলে বিকল্প প্রস্তুতি রয়েছে জানিয়ে মেয়র তাপস বলেন, হঠাৎ ঝড়-বৃষ্টি আসলে যাতে সমস্যা না হয়, সেজন্য আমরা ত্রিপল দিয়েছি। দুর্যোগ হলেও যাতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা রেখেছি। যদিও তাও না পারি, তবে বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।
আজ পরিদর্শনের সময় তার সঙ্গে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
Tag: English News photos
No comments: