চুয়াডাঙ্গায় ৯ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা
লাগলেই মনে হয় যেন আগুনের ছিটা আঘাত হানছে। টানা ৯ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়। এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ।
চুয়াডাঙ্গায় টানা ১৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে সূর্য উঠার সাথে সাথে তীব্র রোদ ও বেলা বাড়ার সাথে সাথে আগুন ঝরা রোদে সাধারণ মানুষের বাহিরে বের হওয়া মুশকিল।
বেলা বাড়ার সাথে সাথে সূুর্যের প্রখরতা আরো বাড়ছে। চলমান তাপ প্রবাহে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দিনমুজুর, রিকশা-ভ্যান চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া, টায়ফায়েডসহ বিভিন্ন রোগবৃদ্ধি পাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় বেশি রোগীভর্তি আছে। হাসপাতালের বহি:বিভাগেও রোগী বাড়ছে।
Tag: English News politics
No comments: