কক্সবাজারে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
রোববার (২৩ এপ্রিল) মরদেহগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল শনিবার (২২ এপ্রিল) রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এখন পর্যন্ত ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, ওই ট্রলারে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
Tag: English News lid news national
No comments: